ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের লালপুরে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান ও সাধারণ সদস্যসহ সংরক্ষিত নারী সদস্যদের পদচারণায় ও প্রচার-প্রচারণায় জমে উঠেছে নির্বাচন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।
প্রার্থীরা মোটরসাইকেল শোডাউন, গণসংযোগ, প্রচার-প্রচারণাসহ মাইকিংয়ের মাধ্যমে তাদের নিজ নিজ প্রতীকে ভোট দেওয়ার আহ্বানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। নিজেদের সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে দাবি করে ভোটারদের নিকট দোয়া ও ভোট চাচ্ছেন তারা।
এছাড়া নির্বাচিত এলাকা সন্ত্রাস ও মাদকমুক্ত করার কথাসহ এলাকার বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের নিকট দোয়া ও ভোট চাচ্ছেন প্রার্থীরা।
অন্যদিকে, ভোটাররা সৎ ও যোগ্য প্রার্থীকে তাদের মূল্যবান ভোট দেবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, ১০ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীক নিয়ে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এর মধ্যে এক নারীসহ দুজন চেয়ারম্যান পদে নতুন মুখ রয়েছে। এছাড়া ৩২ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাধারণ সদস্য পদে ৪১৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২০ জন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এমআই