দিনাজপুরের কাহারোলে অতিরিক্ত মদ পানে সাবেক এক ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায় মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি মারা যান। মৃত বিশ্বজিৎ রায় কাহারোল উপজেলার ডাবোর ইউপির সৈয়দপুর গ্রামের মৃত সুধির চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয়রা জানায়, রাবিবার রাতে কাহারোলের জয়নন্দ বাজারে এই মদপান করে অসুস্থ হয়। কিন্তু বুধবার আরও অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কাহারোল থানার ওসি রইছউদ্দিন এর সত্যতা নিশ্চিত করে জানান, কাহারোলের জয়নন্দ বাজারে এই মদপান করলে সাবেক ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায় অসুস্থ হয়ে পড়ে। বুধবার সকালে বাড়ীতে অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/এএ