কক্সবাজারের চকরিয়া উপজেলায় চিরিঙ্গা ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী মো. শাহনেওয়াজ রুমেলকে ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আখ্যা দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। বুধবার সকালে চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগের কথা তুলে ধরেন তিনি।
জানা যায়, মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিপক্ষের লোকজন চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির প্যাডে শাহনেওয়াজ রুমেলের নাম ঘষামাজা করে ভুয়া একটি কমিটি সাজিয়ে ফেসবুকে ভাইরাল করে
চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগের প্রার্থী মো. শাহনেওয়াজ রুমেল অভিযোগ করে বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ফেসবুকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপি রাজনীতির সাথে আমি এবং আমার পরিবারের কারও সম্পৃক্ততা নেই। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বিভ্রান্ত করার জন্য একটি পক্ষ আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই