ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রাম থেকে ডাকাত সন্দেহে পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ওই গ্রামের মো. হেমায়েত হোসেনের নির্মাণাধীন একটি বাড়ির পাশের বাগানে গোপন বৈঠক করছিল ১২-১৪ জনের একদল দুর্বৃত্ত। খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত প্রায় তিনটার দিকে পুলিশ সেখানে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্ত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সেখান থেকে ডাকাত সন্দেহে পাঁচ ব্যক্তিকে আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার সাতৈর গ্রামের মো. হান্নান শেখ (২৫), ইছাখালি গ্রামের মো. মিরাজ শেখ (৪০) ও মো. ফারুক শেখ (৪০),
শেখপুর গ্রামের মো. দুলু মিয়া (২১) এবং তেলজুড়ী গ্রামের মো. আনিসুর রহমান (৩০)। এ সময় তাঁদের কাছ থেকে একটি রামদা, দুটি বড় ছোরা, একটি চায়নিজ কুড়াল, লোহার সামুরাই ও কয়েকটি বড় সাইজের লাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানার উপপরিদর্শক মো. ছরোয়ার হোসেন বাদি হয়ে আটক পাঁচজনসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন।
ওসি মোহাম্মদ নুরুল আলম জানান, আটককৃতরা ডাকাতির প্রস্তুতি নিতে ওই স্থানে গোপন বৈঠকে বসেছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে পাঁচ ব্যক্তিকে আটক ও তাদের কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আশপাশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম