গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোসাত্রা এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর আব্দুল আলীমের সমর্থকদের উপর হামলা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলা আটাবহ ইউনিয়নের গোসাত্রা এলাকায় বুধবার সন্ধ্যায় শওকতের বাড়িতে প্রচারণা করতে যান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর আব্দুল আলীমের সমর্থকরা। এ সময় নৌকার সমর্থকদের মধ্যে সংঘর্ষে বাঁধে । এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ৪ জন কর্মী আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাজীপুর নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, ঘটনাটি শুনেছি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ