ঠাকুরগাঁওয়ের ৬ নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব আলমের বিরুদ্ধে ভোটারদের টাকা, শাড়ি, লুঙ্গি বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গেলে এক ইউপি সদস্যকে লাঞ্ছিত করারও অভিযোগ উঠেছে।
বুধবার বিকালে ৬ নং পীরগঞ্জ ইউনিয়নের নারায়নপুর নাপিতপাড়া এলাকায় টাকা, শাড়ি, লুঙ্গি বিতরণের সময় হট্টোগোল সৃষ্টি হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুব হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি নির্বাচনের বিধিনিষেধ অমান্য করে টাকার বিনিময়ে ভোট ক্রয় করছেন। আজ বিকালে তিনি নাপিতপাড়া গ্রামের মহিলাদের একত্রিত করে শাড়ি লুঙ্গি ও নগদ টাকা দিয়ে ভোট ক্রয় করছিলেন। এসয় স্থানীয় ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলামা বাধা দিতে গেলে মাহাবুব আলম তাকে লাঞ্ছিত করেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব আলম বলেন, আমার টাকা রয়েছে। আমি যা ইচ্ছা তাই করবো। আপনারা নিউজ করলে করতে পারেন।
বিডি প্রতিদিন/এএম