'বঙ্গবন্ধুর সোনার বাংলায় আইনের আশ্রয় লাভের অধিকার লিগ্যাল এইডের মাধ্যমে নিশ্চিত করেছে শেখ হাসিনার সরকার' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুন্সীগঞ্জে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ৪টার সময় জেলা জজের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম রোকেয়া রহমান, জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শেলু রায়, জেলার সিভিল সার্জন ডা মো মনজুরুল আলম, জেলার পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সুমন দেব, সিনিয়র সহকারী জজ আশফাক আহমেদ, জেলার জিপি এ্যাড. লুৎফর রহমান, স্পেশাল পিপি এড লাবলু মোল্লা, জেলা বারের সাধারন সম্পাদক এড রোজিনা ইয়াসমিন, জেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এড শামসুন্নাহার শিল্পী, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, জেল সুপার মো নুরুন্নবী ভূইয়া, জেলার প্রবেশন কর্মকর্তা মো. কাউছার হোসেন, লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী এ্যাড. নিখিল চন্দ্র মল্লিক, এ্যাড. মো. হাফিজ উদ্দিন প্রমুখ। সভারপরিচালনা করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ কামরুন্নাহার।
সভায় জেলা জজ আমজাদ হোসেন লিগ্যাল এইড কমিটির নিযুক্ত আইনজীবীদেরকে সততা ও নিষ্ঠার সাথে বিচার প্রার্থীদের জন্য কাজ করার আহবান জানান। এ ছাড়া বিচার কার্য সম্পন্নকরণের সাথে জড়িত সকলকে যথাযথ ভাবে স্ব স্ব দায়িত্ব পালনের দিক নির্দেশনা প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএ