বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের কোট চত্বর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরআগে কোট চত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহাবুবুল হাসান পিংকু, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ।
এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলা, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, ছাত্রদল নেতা বিএম নাহিদুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএম