নরসিংদীর রায়পুরায় একটি মাছের ঘের থেকে জাকির নামে বালু ব্যাবসায়ী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের ভেলুয়ারচর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জাকির হোসেন (৩০) বালুয়াকান্দি গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছেন, রায়পুরায় শ্রীণগর গ্রামে একটি মাছের ঘেরে একটি লাশ ভেসে উঠেছে। গ্রামবাসীর এমন খবরে পুলিশ সেখানে যায়। নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম