বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশ করেছে জেলা যুবদলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্ররের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান উজ্জল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ অনেকেই।
বিডি প্রতিদিন/এএম