আগামী ২৮ নভেম্বর সাতক্ষীরায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কালিগঞ্জ উপজেলার নলতায় নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নলতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাইকাড়ায় এ ঘটনা ঘটে।
এসময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিতে অগ্নিসসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন নলতা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল হোসেন পাড়। তবে প্রতিপক্ষ প্রার্থী ও তার কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসাতে নির্বাচনী কৌশল হিসাবে পরিকল্পিতভাবে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটনো হয়েছে বলে দাবি করেছেন বিএনপি স্বতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান। তবে প্রকৃত ঘটনা কি সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।
আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল হোসেন পাড় জানান, বিএনপি সমর্থিত স্বতন্ত্র চশমা প্রতিকের প্রার্থী আজিজুর রহমান বিএনপি-জামায়াতের মামলার আসামিদের জামিনে এলাকায় এনে নৌকার কর্মীদের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছেন। গতকাল বুধবার বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আওয়ামী লীগ কর্মী রশিদ, জয়নাল আনসার আলি ও মিজানুরকে নৌকার পেছনে না ছুটে লাভ হবে না বলে হুঁশিয়ারী দেন। আনসার আলি সরদার থানায় মৌখিকভাবে বিষয়টি জানান। একইদিন রাতেই নৌকার নির্বাচনী অফিসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিতে আগুন লাগার ঘটনা ঘটলো। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি।
এদিকে, এ ঘটনায় নলতা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান বলেন, চশমা প্রতিকের আমার কর্মী সমর্থক এবং বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য নির্বাচনের শুরু থেকে ভয়ভীতি দিয়ে আসছে নৌকার প্রার্থীর দলীয় লোকজন। শেষ মুহূর্তে নির্বাচনে নেতাকর্মীদের হয়রানির একটি কৌশল হিসেবে পরিকল্পিতভাবে এই জঘন্য কাজটি করেছে নৌকা প্রতীকের প্রার্থী আবুল হোসেনের লোকজন। ওই অফিসে কোনও বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ছিল না। তারা পরিকল্পিত ভাবে নিজেরাই আগুন দিয়ে ও কিছু পোষ্টার লিফলেট পুড়িয়ে বেঞ্চের ওপর বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি রেখে প্রচার করছে নৌকার অফিসে আগুন দেওয়া হয়েছে। যারা অন্যকে ফাঁসাতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে আগুন দেয় তারা বঙ্গবন্ধুর আদর্শের মানুষ হতে পারে না। আমি নিজেও ঘটনার তদন্ত করে ঘৃণিত এই কাজে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি বলে জানান তিনি।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, নলতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাইকাড়ায় নৌকা প্রতিকের নির্বাচনী অফিসে বুধবার দিবাগত রাতে কে বা কারা অগ্নিসংযোগ করে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিতে আগুন লাগার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। মামলা হলে তদন্ত করে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত