হাতে হাত রাখি, একে অপরের প্রতিযোগী নয়, সহযোগী এই শ্লোগানে দিনাজপুরে শুরু হয়েছে অনলাইন নারী উদ্যোক্তাদের তিনদিনব্যাপী সম্মেলন ও আনন্দ উৎসব।
এ আনন্দ উৎসব উপলক্ষে দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গনে নিজেদের প্রতিভা তুলে ধরতে বসেছে ২০টি নারী-পুরুষের স্টল। এসব স্টলে শোভা পাচ্ছে উদ্যোক্তাদের তৈরী হারবাল প্রডাক্ট, গহনা, রুচিকর ও মজাদার খাবার, হস্তশিল্পসহ বিভিন্ন এক্সকুলিসিভ পোষাকের সম্ভার। এ উৎসবে বিভিন্ন বয়সী নারীদের উপচে পড়া ভীড় লক্ষনীয় ছিল।
বৃহস্পতিবার মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুরে অনলাইন নারী উদ্যোক্তাদের তিনদিনব্যাপী এ সম্মেলন ও আনন্দ উৎসব শুরু হয়েছে।
দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনাজপুর অনলাইন শপিং গ্রুপের আয়োজনে এ উসম্মেলন ও উৎসব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক খন্দকার রওনাকুল ইসলাম।
দিনাজপুর অনলাইন শপিং গ্রুপের এডমিন মসলেহা বেগম মলির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিসিক দিনাজপুর এর উপ-মহাব্যবস্থাপক আমজাদ হোসেন, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, মহিলা পরিষদ দিনাজপুরের সভাপতি কানিজ রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ