নাটোরে সরকারি সেবা সংক্রান্ত এক বিশেষ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই গণশুনানির আয়োজন করে জেলা পলিসি ফোরাম। ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সদস্য মোস্তাফিজুর রহমান টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত শুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শামীম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার ও দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে জেলা পলিসি ফোরাম কর্তৃক আয়োজিত এই গণশুনানীতে সরকারি সেবা সংক্রান্ত প্রতিবন্ধকতা ও সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের নাগরিকবৃন্দ। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩৮ জন ও জুম অনলাইনে ১৮ জন নাগরিক এই গণশুনানিতে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ