বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের নির্বাচনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলেফ বাদশা। নৌকার বিজয় ঠেকাতে তিনি নানা অপপ্রচার, মিথ্যাচার, নেতাকর্মীসহ সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো ও বিভ্রান্তি ছাড়াচ্ছেন। এসব অভিযোগ তুলে ধরে বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন চিকাশী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল কাদির শিপন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৬ সালে বগুড়া জেলার ধুনট উপজেলার ৩নং চিকাশী ইউনিয়নের নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জনগন আমাকে নির্বাচিত করেছিল। নির্বাচিত হওয়ার পর থেকেই অদ্যবধি মানুষের কল্যাণে কাজ করছি, তারই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা আমাকে পুনরায় নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি মনোনয়ন বঞ্চিত হয়ে একের পর এক চক্রান্ত করছেন। তার জামাই আরিফুর রহমানকে (ঘোড়া প্রতীক) স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়ে তার পক্ষে আলেফ বাদশা কাজ করছেন।
মনোনয়ন পাওয়ার পর থেকে তাকে নৌকার পক্ষে কাজ করার জন্য বার বার অনুরোধ করা স্বত্তেও তিনি নৌকা বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার এসব কর্মকান্ডে ইউনিয়ন আওয়ামী লীগ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জেলা ও উপজেলা নেতৃবৃন্দের নিকট গত ১৬ নভেম্বর দলীয় শৃংঙ্খলা ভঙ্গের একটি লিখিত অভিযোগ করা হয়। গত ২০ নভেম্বর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অভিযোগটি গ্রহণ করেন। কিন্তু আজও পর্যন্ত তার বিরুদ্ধে কোন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়নি।
এ কারনে তিনি আরো বেপরোয়া হয়ে নৌকার বিজয় ঠেকাতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। আলেফ বাদশা গোপনে তার জামাইয়ের ভোট প্রচারনা করছেন এবং তিনি বিভিন্নভাবে দলীয় সমর্থক নেতাকর্মীদের হুমকি ধামকি প্রদান করছেন। যেহেতু তিনি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং স্থানীয়ভাবে প্রভাবশালী এ কারনে ভোটের দিনে তার জামাইকে বিজয়ী করতে বিশৃঙ্খলা নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা করছেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলেফ বাদশা গোপনে ও প্রকাশ্যে নৌকার বিরুদ্ধে কাজ করছেন। তাই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান তিনি। একই সাথে চিকাশী ইউনিয়নে ২৮ নভেম্বর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহনে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের প্রতি বিনিত অনুরোধ জানান।
বিডি প্রতিদিন/এএ