ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভিপি মারুফের সমর্থক খাগাতুয়া গ্রামের বাসিন্দা মাসুদ মিয়া প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন।
জানাযায়, বৃহস্পতিবার ভোরে খাগাতুয়া গ্রামের মোহাম্মদ মাসুদ তার ভাগ্নিকে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। খাগাতুয়া ভোরের বাজারে চা খাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাসুদকে রক্তাক্ত অবস্থায় সিএনজি যোগে উঠিয়ে নিয়ে খাগাতুয়া পশ্চিম পাড়া কবরস্থান সংলগ্ন নৌকার নির্বাচনী ক্যাম্পের সামনে দ্বিতীয় দফায় কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়। প্রথমে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নবীনগর সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার সময় দুপুরে মারা যায়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। রতনপুর ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খুনের ঘটনায় সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে চরম আতংক।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভিপি মারুফ জানান, আমার কর্মী মাসুদের উপর পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়ে নৃশংস ভাবে খুন করা হয়েছে। আমার কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছেন।
নৌকার প্রার্থী সৈয়দ জাহিদ হোসেন শাকিল বলেন, এই ঘটনায় বিচার হওয়া উচিৎ। এর সাথে আমার কোন কর্মী সমর্থক জড়িত না। এইটা তাদের পূর্ব বিরোধের জের ধরে ঘটেছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন, এটা একটি বিচ্ছিন ঘটনা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন, তদন্ত স্বাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন