ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বৃহত্তর কুমিল্লা অঞ্চলের অধীনে মৎস্যজীবীদের বিকল্প আয়ের জন্য বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বুধন্তি ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ. ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী।
বক্তব্য রাখেন মৎস্য অফিসার মায়মুনা জাহান, বিজয়নগর থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, সাংবাদিক মোঃ জিয়াদুল হক প্রমুখ। এসময় প্রধান অতিথি ১৭টি পরিবারের মাঝে ৩৪টি ছাগল বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন