জয়পুরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ, বিদ্রোহী ও স্বতন্ত্র মোট ৫৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী ও সমর্থকরা মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে শোডাউন করে নির্বাচন অফিস ও উপজেলা অফিসে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার জেবুন্নেছা জানান, বম্বু ইউনিয়নে ৬ জন, জামালপুর ইউনিয়নে ৩ জন, আমদই ইউনিয়ে ৫ জন, ভাদসা ইউনিয়নে ৭ জন, মোহাম্মদাবাদ ইউনিয়ে ৮ জন, পুরানাপৈল ইউনিয়নে ৯ জন, দোগাছি ইউনিয়নে ৪ জন, ধলাহার ইউনিয়নে ৪ জন, চকবরকত ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন জমা দেন।
বিডি প্রতিদিন/এএ