ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার একটি মহল্লায় এক বাক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের মামলায় পুলিশ একমাত্র আসামিকে গ্রেফতার করেছে। ঘটনার শিকার গৃহবধূকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। আটক আসামিকে বুধবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত সোমবার ওই গৃহবধূর স্বামী বাক প্রতিবন্ধী স্ত্রীকে বাড়িতে রেখে পাশের একটি মহল্লায় ওয়াজ মাহফিলে
যান। রাত আনুমানিক নয়টার দিকে ওই গৃহবধূ ঘর থেকে বের হলে অভিযুক্ত আসামি মো. জিহাদ হোসেন ওরফে লাখু (৩৪) জোরপূর্বক তাঁকে ধর্ষণ করে। জিহাদ পৌরসভার ছোলনা মহল্লার মো. বাদশা মোল্লার ছেলে। এ ঘটনায় পরদিন গৃহবধূর স্বামী বাদি হয়ে জিহাদকে একমাত্র আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. কামরুল হোসেন জানান, গৃহবধূর স্বামীর দায়ের করা ধর্ষণ মামলার আসামি জিহাদকে মঙ্গলবার রাতে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আদালতের বিচারক বুধবার আসামিকে জেল-হাজতে পাঠিয়েছেন।
ধর্ষণের শিকার গৃহবধূকে বুধবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। সেখানেই ডাক্তারি পরীক্ষা ও আসামির ডিএনের নমুনা পরীক্ষা সম্পন্ন করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন