চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দশ ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৬২ জন। এর মধ্যে ঘোষপুর ইউনিয়নে ৩, ময়না ইউনিয়নে ১০, চতুল ইউনিয়নে ৬, গুনবহা ইউনিয়নে ৫, শেখর ইউনিয়নে ৩, বোয়ালমারী সদর ইউনয়নে ৭, পরমেশ্বরদী ইউনিয়নে ৬, দাদপুর ইউনিয়নে ৯, রূপাপাত ইউনিয়নে ৫ এবং সাতৈর ইউনিয়নে ৬ জন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্তু মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে চেয়ারম্যান পদে ৬২ জন
সাধারন সদস্য ৩৬৬ জন এবং সংরক্ষিত মহিলা ১২৭ জন সদস্যরা মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নে একই সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার বানা ইউনিয়নে ৯ জন, পাঁচুড়িয়া ইউনিয়নে ৫ জন ও টগরবন্দ ইউনিয়নে ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন। এ উপজেলা চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১০১ জন ও সংরক্ষিত সদস্য পদে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিডি প্রতিদিন/এএ