রংপুরে তিন দিনব্যাপি আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। নগরীর অদূরে ঘাঘট নদের পাশে হাজিরহাটের রব্বানির চরে এই ইজতেমা বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে।
ইজতেমায় দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি শামিয়ানার নিচে অবস্থান নেন। এখানে ১২টি খিত্তার নিচে একসঙ্গে ৫০ হাজার মুসল্লির নামাজ আদায় করার ব্যবস্থা করা হয়েছে।
বুধবার থেকেই রংপুরের আশপাশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মানুষ ইজতেমা মাঠে সমবেত হতে শুরু করেন। এখানে রংপুর মহানগরসহ তারাগঞ্জ, বদরগঞ্জ, গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগঞ্জ, পীরগাছা এবং কাউনিয়া উপজেলার কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।
ইজতেমায় বয়ান করতে রাজধানী ঢাকাসহ ইতোমধ্যে সৌদি আরব ও আফ্রিকা থেকে তাবলীগে উপস্থিত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসের সদস্যরা পাহারা দিচ্ছেন। এছাড়াও পুলিশ কট্রোল রুম খোলা হয়েছে।
ইজতেমা প্রস্তুতি কমিটির সদস্য হাফিজুল ইসলাম হাফিজ বলেন, 'ইজতেমায় রংপুর মহানগরীসহ আট উপজেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। এবার ২ লাখের বেশি মানুষের উপস্থিতি ছাড়িয়ে যাবে বলে মনে করছেন তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন