আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে চমক দেখিয়েছেন দুই প্রার্থী।
তাদের মধ্যে একজন ১০ নম্বর ময়না ইউনিয়নে পলাশ বিশ্বাস। তিনি আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য, ময়না ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও মৎস্যজীবী হিসেবে ৫বার জেলা চ্যাম্পিয়ন। অপরজন ৭ নম্বর পরমেশ্বরদী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান ইউপি সদস্য মো. সোলাইমান মোল্যা। মেয়াদ শেষ হওয়ার আগেই ওই ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল মারা যাওযায় সোলাইমান মোল্যা প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ময়না ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে পলাশ বিশ্বাস এলাকায় পৌঁছালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা সাতৈর বাজারে জড়ো হয়। এসময় হাজারো লোকজন পলাশ বিশ্বাসকে নিয়ে মোটর শোভাযাত্রার মাধ্যমে গোহাইলবাড়ি-গৌরিপুর-হাটখোলার চর হয়ে ময়না ইউনিয়ন পরিষদ চত্বরে মিলিত হয়। এরপর তিনি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন।
এসময় সাথে ছিলেন ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক লুৎফর রহমান মৃধা, যুবলীগের সভাপতি জিয়াউর রহমান লিংকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক প্রমুখ, সংশ্লিষ্ট ওয়ার্ড আ.লীগের সভাপতি মান্নান বিশ্বাস ও সাধারণ সম্পাদক ফিরোজুল হাসান প্রমুখ। নেতাকর্মীরা পলাশ বিশ্বাসকে নৌকার মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ফরিদপুর-১ আসের সাবেক সাংসদ আব্দুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত