গলাচিপা পৌর এলাকার খেয়াঘাট থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে রামনাবাদ নদের গলাচিপা খেয়াঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুর লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে নিশ্চিত করেছে পুলিশ।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, শনিবার সকাল ৯টার দিকে ভাসতে থাকা অবস্থায় গলাচিপা রামনাবাদ নদের চরে খেয়াঘাট এলাকায় একটি নাড়িভুঁড়ি পেঁচানো সদস্য নবজাতকের একটি লাশ আটকে থাকে। পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। নবজাতকটি একটি ছেলে শিশু। সুরাতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        