চাঁদপুরের শাহরাস্তির নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাতেমা-তুজ-জোহরা (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
২৫ নভেম্বর বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে বানিয়াচো এলাকায় অটোরিক্সা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক অবস্থা অবনতি দেখে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন। পরে তার বাবার বাড়ি চাঁদপুরে অবস্থানকালে সোমবার ২৮ নভেম্বর মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্বামী, মেয়ে, পিতা-মাতা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পৌরসভা এলাকার ৪নং ওয়াডের নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা-তুজ-জোহরা মৃত্যুতে আত্মীয়, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী অভিভাবকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ