কুমিল্লার দেবিদ্বারে ট্রাক চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার দেবিদ্বার মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম সকাল(২০), তিনি উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ি এলাকার ছাফর আলীর ছেলে। সকাল ও তার ২ বন্ধু মটরসাইকেল যোগে ভিংলাবাড়ি থেকে দেবিদ্বারের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। পরে দ্রুতগামী একটি ট্রাক সকালের মাথার উপরে চাপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। বাকি দুজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
মিরপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোঃ মাসুদ আলম বলেন, আমরা শুনেছি সকাল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বিস্তারিত জেনে বলা যাবে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন