বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে পরিচিত যাত্রাপালা। আধুনিকায়নের এই যুগে হারিয়ে যেতে বসেছে সেই ঐতিহ্য। তবে বর্তমান প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি পৌঁছে দিতে দীর্ঘদিন পর হলেও গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো যাত্রা উৎসব।
মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। অরণ্য অপেরার যাত্রা শিল্পীরা “মাধবী কেন বিরঙ্গনা” যাত্রাপালায় তাদের অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের কাহিনী।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শহরের লেকপাড়ের মুক্তমঞ্চে এই যাত্রা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। বাঙালির বিনোদনের অন্যতম বাহক যাত্রাপালা দেখতে মুক্তমঞ্চে ভিড় করেন নারী-পুরুষসহ নানা বয়সী দর্শনার্থী। যাত্রাপালা দেখতে পেরে খুশি তারা।
তবে বাঙালির সংস্কৃতি ধরে রাখতে আগামীতেও এমন আয়োজনের প্রত্যাশা দর্শনার্থীদের। আর তাদের প্রত্যাশা পূরণে আগামীতেও যাত্রাপালা আয়োজন করার কথা জানান জেলা প্রশাসক শাহিদা সুলতানা। তবে গ্রাম বাংলার সংস্কৃতি যাত্রাপালাকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার পাশাপাশি এগিয়ে আসবে উদ্যোক্তারা-এমনটিই প্রত্যাশা সাংস্কৃতিক প্রেমীদের।
বিডি প্রতিদিন/এমআই