৫ ডিসেম্বর, ২০২১ ১৭:৫২

নৌকা প্রতীকের প্রার্থীর জামিন নামঞ্জুর, জেলহাজতে প্রেরণ

চকরিয়া প্রতিনিধি

নৌকা প্রতীকের প্রার্থীর জামিন নামঞ্জুর, জেলহাজতে প্রেরণ

কক্সবাজারের চকরিয়ায় র‌্যাবের করা দু’টি মামলায় ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. হেলাল উদ্দিনকে (৪২) জেলহাজতে পাঠানো হয়েছে। রবিবার তিনি ওই মামলায় জামিন চাইতে গেলে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

জানা যায়, ২০১৯ সালে ফাঁশিয়াখালী ভেন্ডিবাজার এলাকায় র‌্যাবের একটি দল ইয়াবা ব্যবসায়ীদের ধরতে গেলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র‌্যাবের উপর হামলা চালানোর ঘটনায় দুটি মামলা হয়। ওইসব মামলায় হেলাল উদ্দিন আসামি ছিলেন। মামলা দু’টির চার্জশীটও প্রদান করে পুলিশ।  

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী এডভোকেট লুৎফুল কবির জানান, হেলাল উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া থানায় জিআর ১৯২/১৯ ও জিআর ১৯৪/১৯ দু’টি মামলায় ওয়ারেন্ট ছিল। রবিবার সকালে জামিন চাইতে গেলে আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করেন। 

উল্লেখ্য, চতুর্থ দফায় ইউপি নির্বাচনে চকরিয়ার ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মো. হেলাল উদ্দিন ফাঁশিয়াখালী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর