মাগুরায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার বিকেলে শহরের নোমানী ময়দান থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা বের হয়েছে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নোমানী ময়দানে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।
শোভাযাত্রার আগে নোমানী ময়দানে উন্মুক্ত মঞ্চে সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।
আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা।
বিডি প্রতিদিন/এমআই