আকবরিয়া লিমিটেড দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযথ মর্যাদায় উদযাপন করেছে। এ উপলক্ষে শহরের দত্তবাড়ী বগুড়া ট্রেড সেন্টারে প্রতিষ্ঠানের কর্পোরেট অফিসে জাতীয় পতাকা উত্তলন, কেক কাটা ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া র্যাফেল ড্র ও বিষয়ভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশন করে প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানের শুরুতে সুবর্ণজয়ন্তীর কেক কাটা হয়। কেক কাটা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল।
এসময় উপস্থিত ছিলেন আকবরিয়া লিমিটেডের ডিএমডি শাহ নুর ইসলাম, সিটিও অ্যান্ড বিজনেস অ্যানালিস্ট আন্দালিবুর রহমান, সিএমও ইকবাল নুর, হেড অব সেলস রমজান হোসেন, ডিজিএম মনতোষ কান্তি দাস, ডিজিএম আমিরুল ইসলাম আখি, জিল্লুর রহমান, আলমগীর হোসেন, এজিএম আলামিন, শামীম তালুকদার, জুনিয়র পার্সেস কো-অর্ডিনেটর আদনানুল ইসলাম, এইচ আর আনোয়ারুল হক, বাবুল ইউনুস, ইমরান হোসেন ও ইন্টারনাল অডিটোর হোসাইন মো. শাহাদৎ-সহ সকল কর্মকর্তা-কর্মচারী।
বিডি প্রতিদিন/এমআই