মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নীলফামারীতে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল চারটর দিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার ট্রাফিক মোড়ে সমাবেশে মিলিত হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক মমতাজুল হক, সহসভাপতি হাফিজুর রশীদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।
শোভাযাত্রায় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
বিডি প্রতিদিন/এএম