বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে বোধিপ্রিয় চাকমা (৩৫) নামের এক পল্লী চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
বান্দরবান সদর থানার ওসি মো: রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কয়েকজনের একটি দল বোধিপ্রিয় চাকমা’র ঘরে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বোধিপ্রিয়কে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম জেলার লোহাগাড়া হাসপাতালে নিয়ে যায়।
সবশেষ খবর অনুযায়ী, লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গুলিবিদ্ধ বোধিপ্রিয়কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম