বরিশালের গৌরনদী উপজেলায় চার মাস বয়সের শিশু পুত্র জুবায়ের রহমানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ওই নবজাতকের মা পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে। নবজাতকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন। ওই উপজেলার বড় দুলালী গ্রামে গত শনিবার দিবাগত রাতে এই হত্যাকান্ড সংঘটিত হয়।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের সাগির হোসেন তালুকদার স্ত্রী পলি বেগম ৪ মাস আগে তৃতীয়বার পুত্র সন্তানের জন্ম দেন। শনিবার রাত ১১ দিকে জুবায়েরকে পার্শ্ববর্তী গোয়াল ঘরের মধ্যে পানি ভর্তি বালতির মধ্যে চুবিয়ে হত্যা করার অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকে নবজাতকের মা পলি বেগম পলাতক রয়েছে। খবর পেয়ে রবিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নবজাতকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরসহ অভিযুক্ত পলি বেগমকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন।
বিডি প্রতিদিন/এএম