নসিংদীতে পারিবারিক দ্বন্দ্ব এবং সম্পত্তি ভাগাভাগি নিয়ে আপন চাচা ইলিয়াস মিয়ার ছুরিকাঘাতের ঘটনায় মো. সেলিম মিয়া (৩৫) নামে এক যুবক খুন হয়েছে। সে আবুল বাদশা মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের চরআড়ালিয়া গ্রামে। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্চ এস আই মো. আতিক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, ইলিয়াস এবং তার বড় ভাই আবুল বাদশার মাঝে সম্পত্তি নিয় কিছু দিন আগে থেকেই দ্বন্দ্ব চলছিলো। এরই জের ধরে শনিবার বিকাল আনুমানিক ৩টায় তাদের মধ্যে কথাকাটির এক পর্যায়ে ইলিয়াস তার ভাতিজা সেলিম মিয়াকে ছুরিকাঘাত করে। পরে আশেপাশের লোকজন সেলিম মিয়াকে গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ঢাকার নিউ লাইফ হাস্পাতালের প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায আজ রবিবার ভোর ৪টায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএ