গভীর রাতে নাটোর রেলওয়ে স্টেশনে হঠাৎ-ই জেলা প্রশাসকের আগমন ঘটে। স্টেশন মাস্টারসহ অন্যান্যরা চঞ্চল ও সতর্ক হয়ে ওঠেন তার আগমনে। না তিনি প্রশাসনিক কোনো কাজে আসেননি, নিয়ে এসেছেন ছিন্নমূল মানুষদের সহায়তায় শীতবস্ত্র বিতরণ করতে।
জেলা প্রশাসন সূত্র জানায়, নাটোরে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হিমেল হাওয়া ও শীতের কারণে জবুথবু হয়ে পড়েছে বৃদ্ধ ও শিশুসহ সব বয়সের মানুষ। শীতার্ত দিন মজুর, দরিদ্র অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছেন জেলা প্রশাসক।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে নাটোর রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় গিয়ে প্রায় সাড়ে চারশ ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সালেহ আল ওয়াদুদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই