নারী ও শিশু ধর্ষণ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভাবনা শীর্ষক এক সংলাপ সভা বুধবার ২২ ডিসেম্বর বান্দরবান শহরের বালাঘাটায় বলিপাড়া নারী কল্যাণ সমিতির (বিএনকেএস) হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এ সংলাপ সভার আয়োজন করে।
বান্দরবান জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ছাড়াও বান্দরবান সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পাইমংথুই মারমা রাজুমং। বিএনকেএস এর সভানেত্রী নেমকিম বম, বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মার্মা এবং বিএনকেএস এর কর্মসূচি পরিচালক পেশল চাকমা এবং বিএনকেএস এর প্রজেক্ট কো অডিনেটর উবানু মারমা সংলাপে অংশ নেন।
এ বছরের জানুয়ারি-আগস্ট এবং সেপ্টেম্বর-নভেম্বর পর্যন্ত পরিচালিত এক সমীক্ষার তথ্য তুলে ধরে বিএনকেএস এর পক্ষ থেকে জানানো হয়, এই সময়কালে মোট ৩০৮ জন নারী ও শিশু ধর্ষণ, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অর্থনৈতিক নির্যাতন, যৌন নির্যাতনসহ নানা সহিংসতার শিকার হয়েছেন।
বিডি প্রতিদিন/এএ