করোনার মধ্যেও এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে অতীতের সব রেকর্ড ভেঙেছে যশোর বোর্ড। এ বছর পাস করেছে ৯৩ দশমিক ৯ শতাংশ শিক্ষার্থী এবং জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৬১ জন।
বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।
এরআগে ২০১৩ সালে এ বোর্ড থেকে ৯২ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাশ করে। আর এতোদিন পর্যন্ত জিপিএ-৫ প্রাপ্তির সর্বোচ্চ রেকর্ড ছিল গতবছর। সেবার ১৩ হাজার ৭৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর যশোর বোর্ডের অধীন খুলনা বিভাগের দশ জেলা থেকে এক লাখ ৭৮ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ৬৬ হাজার ৪৩৯ জন। গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৩১ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিল ১৩ হাজার ৭৬৪ শিক্ষার্থী।
এবারও সেরা বিজ্ঞান বিভাগ
প্রতিবারের মতো এবারও যশোর বোর্ডে ভাল ফল করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগ থেকে ৩৭ হাজার ২৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে ৩৬ হাজার ৪২৯ জন পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ২২৪ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, করোনা প্রাদুর্ভাবের কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে। বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি পরীক্ষা হয়নি। জেএসসির ফল অনুযায়ী ওই বিষয়গুলো মূল্যায়ন করা হয়েছে। সবকিছু মিলিয়েই শিক্ষার্থীরা ভালো ফল করেছে।
বিডি প্রতিদিন/এএম