পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে টাঙ্গাইলের বাসাইলে নির্বাচনী সহিংসতায় পরাজিত এক প্রার্থী ও তার কর্মীসমর্থকরা অপর পরাজিত মেম্বার প্রার্থী ও তার কর্মীসমর্থকদের ওপর হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হেলাল উদ্দিন এক সমর্থক আজ শনিবার সকালে মারা গেছেন। তার স্ত্রী মিনা বেগমও হামলার শিকার হয়েছেন। সে পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল আজিজের সমর্থক।
স্থানীয়রা জানান, গত ৫ জানুয়ারি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ফুলকি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বালিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরাজিত মেম্বার প্রার্থী জামাল উদ্দিন, তার ছেলে ও জামালের কর্মীসমর্থকরা অপর পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল আজিজের কর্মীসমর্থকদের উপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করে। এ ঘটনায় হেলাল উদ্দিন আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্ত্রীও আহত হয়েছেন।
পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল আজিজ বলেন, আমরা বুধবার (০৫ জানুয়ারী) সবাই ভোট কেন্দ্রে ছিলাম। আমার চাচা অসুস্থ হওয়ায় তিনি বাড়িতে ছিলেন। ওই দিন বাড়িতে কোন পুরুষ মানুষ ছিল না। এসময় প্রতিপক্ষের প্রার্থী জামাল উদ্দিন ও তার সমর্থকরা বাড়িতে এসে ভাঙচুর করে। আমার চাচি বাঁধা দিলে তাকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় কমপক্ষে ১৫ থেকে ২০টি বাড়িঘর ভাঙচুর করে তারা। ভাঙচুরের ঘটনায় গতকাল শুক্রবার একটি মামলা হয়েছে।
এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত