বাংলাদেশের রেডক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর শাখার উদ্যোগে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ার ম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর রেড ক্রিসেন্ট সোসাইটি শাখার সাধারণ সম্পাদক অ্যাড.খন্দকার একরামুল হক হীরা, সদস্য আবদুর রব বিশ্বাস, যুব প্রধান খন্দকার শামসুজ্জোহা সোহাগ প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত