বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজা সেবনের দায়ে এক যুবককে একশত টাকা জরিমানা ও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান শনিবার বেলা ১২টার দিকে কাঠালতলা গ্রামের সিরাজ মোল্লা ওরফে পিচ্ছি সিরাজের ছেলে লিমন মোল্লা ওরফে হৃদয়কে (২০) এ দন্ডাদেশ দেন।
এ বিষয়ে মো. আলী হাসান বলেন, প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে পুলিশের সহযোগিতায় লিমনকে আটক করা হয়। এ সময় ইমন তার পকেট থেকে গাঁজা বের করে দেয় এবং প্রকাশ্যে সেবনের কথা স্বীকার করে। ওই অপরাধে তাকে জরিমানা ও সাত দিনের কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম