বগুড়া শহরের হাকিড়মোড় থেকে নিখোঁজ হওয়ার ৯ মাস পরেও উদ্ধার হয়নি ১৩ বছরের সিজান। নিখোঁজ সিজান হাকিড় মোড়ের জহুরুল ইসলাম বাপ্পীর মালিকানাধীন ‘জ্যোতি জান্নাতি এন্টারপ্রাইজ’ নামে অটোরিক্সা মেরামতের দোকানে কাজ করতো। সেই দোকান থেকে সিজান নিখোঁজ হয়ে যায়। বগুড়া সদর থানায় জিডি করা হলেও তার খোঁজ মেলেনি। সিজানের বাবা নাসির শিকদার ছেলের খোঁজে থানাতেও ধর্না দিয়েছেন।
নিখোঁজ সিজানের পিতা নাসির সিকদার জানান, ২০২১ সালের ১ এপ্রিল তার পুত্র প্রতিদিনের ন্যায় বাসা থেকে তার কর্মস্থল হাকির মোড়ে অবস্থিত জহুরুল ইসলাম বাপ্পীর অটোরিক্সা মেরামতের দোকানে যায়। প্রতিদিন দুপুরে ওই গ্যারেজ মালিকের বাসায় সে ভাত খেতো। ওই দিনেও দুপুরে সে তার মালিকের বাসায় খাওয়া দাওয়া করেছে। প্রতিদিনের মত কাজ শেষে বাড়িতে না ফিরলে সিজানের বাবা তার ছেলের সন্ধ্যানে দোকান মালিকের কাছে যায়। দোকান মালিক তাকে উল্টা পাল্টা বুঝিয়ে বিদায় করে দেয়। এরপর থেকে সিজানের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না।
বিডি প্রতিদিন/হিমেল