রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নটাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর ইউনিয়নের ৫০ জন শীতার্তদের চাদর উপহার দিলো স্বপ্নসিড়ি ফাউন্ডেশন।
আজ শুক্রবার বিকলে সাড়ে ৪টায় বিদ্যালয় মাঠে নটাপড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল জলিল মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে চাদর উপহার দেন। এ সময় বিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রধান শিক্ষক আলী আকবর শেখ, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামিম মিয়া মোড়ল, জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সামছুর রহমান, স্বপ্নসিড়ি ফাউন্ডেশনের পরিচালক মো. সামিউর রহমান (সাব্বির) সহ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল জলিল মিয়া বলেন, আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে হতদরিদ্র ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে সেটা আমার জন্য গর্বের। আশা করবো সংগঠনটি যেন আগামীকে আরও আলো ছড়াতে পারে।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        