২৬ জানুয়ারি, ২০২২ ১৭:৪৫

বগুড়ায় ইভিএম পদ্ধতিতে ২৩ ইউপির নির্বাচন জমে উঠেছে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ইভিএম পদ্ধতিতে ২৩ ইউপির নির্বাচন জমে উঠেছে

আগামী ৩১ জানুয়ারি বগুড়ার ৪ উপজেলার ২৩ ইউপির নির্বাচন জমে উঠেছে প্রচারণা। ৬ষ্ঠ ধাপের এই নির্বাচনে সবগুলো ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। ভোটারগনও নানা হিসেব করছেন, এলাকার সার্বিক উন্নয়ন সুখে দুঃখে পাশে থাকবে এমন প্রার্থীকেই বেছে নিতে চায় তারা। সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে শান্তিপূর্ণ ভোট গ্রহণে প্রস্তুত নির্বাচন সংশ্লিষ্টরা।

জানা গেছে, জেলার সদর উপজেলার দুটি, গাবতলী উপজেলার ৩টি, সারিয়াকান্দির ১১টি ও সোনাতলা উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্যসহ ১৩শ ২ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আওয়ামী লীগ, বিএনপিসহ আওয়ামী লীগের বিদ্রোহী ও জামাত সমর্থিতরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এএসএম জাকির হোসেন জানান, রাজাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, নারী সদস্য পদে ১১ জন, সাধারণ ওয়ার্ডে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার রয়েছেন ৭ হাজার ৩১৭ জন। ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, নারী সদস্য পদে ১৪ জন, সাধারণ ওয়ার্ডে ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার রয়েছেন ৯ হাজার ৩৩৭ জন। দুই ইউনিয়নে ৯২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন জানান,  সুখানপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, নারী সদস্য পদে ১৩ জন, সাধারণ ওয়ার্ডে ৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার রয়েছেন ১৯ হাজার ৯৫১ জন। নেপালতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, নারী সদস্য পদে ১২ জন, সাধারণ ওয়ার্ডে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার রয়েছেন ২০ হাজার ২৮৫ জন। সোনারায় ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, নারী সদস্য পদে ১৬ জন, সাধারণ ওয়ার্ডে ৫৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার রয়েছেন ২০ হাজার ৩৮ জন। এখানে ৩ ইউনিয়নে ১৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়ার সোনাতলা উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৭ জন ও সাধারণ সদস্য পদে ২৭২ জনসহ মোট ৪০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭টি ইউনিয়নে ১ লাখ ৩৫ হাজার ৯৭১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৪৩৪ জন ও মহিলা ভোটার ৬৮ হাজার ৫৩৭ জন। ৭৪টি ভোটকেন্দ্রে ৪৯২টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আশরাফ হোসেন বিষয়গুলো নিশ্চিত করেছেন।

সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, আগামী ৩১ জানুয়ারি সারিয়াকান্দি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলার ১১ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতায় ৬০২ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান ৭১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪০ ও সাধারণ সদস্য ৩৯১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০৫টি ভোটকেন্দ্রের ৫১৬ টি বুথে ১ লক্ষ ৫৭ হাজার ৬৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৭৭ হাজার ৫৮৯ জন এবং নারী ৮০ হাজার ৯৭ জন। এদিকে সবগুলো কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণে হবে। অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে কাজ করছে নির্বাচন সংশ্লিষ্টরা। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী জানান, আগের ধাপের ভোটের চেয়ে এবার আরও বেশি সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ জানান, সবগুলো ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহন হবে। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর। সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর