২৬ জানুয়ারি, ২০২২ ২২:২৯

বৈদ্যুতিক মিটার চোর চক্রের সদস্য গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি:

বৈদ্যুতিক মিটার চোর চক্রের সদস্য গ্রেফতার

জয়পুরহাটে গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চোর চক্রের সদস্য ফারুক হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। কালাই উপজেলার পাঠানপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে ফারুক হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেফতারকৃত ফারুক হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোমরাদিঘী গ্রামের আ. হাকিমের ছেলে। 

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্তি পুলিশ সুপার জাহিদ জানান, সংঘবদ্ধ চোর চক্রটি জয়পুরহাট সদর আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল, পাঁচবিবিসহ পাশ্ববর্তী বগুড়া ও গাইবান্ধার বিভিন্ন উপজেলায় এমন কাজ করে আসছিল। এরা প্রথমে বিদ্যুতের মিটার চুরি করে। এরপর মিটারের জায়গায় একটি মোবাইল নাম্বার রেখে যায়। সেই নাম্বারে কল করলে মিটার ফেরত পেতে গ্রাহকের কাছে বিকাশে চাঁদা দাবি করা হয়। 

তিনি আরও জানান, প্রতি মিটারের জন্য ৫ থেকে ১০ হাজার টাকা করে দিলে এলাকার কোন নির্জন স্থানে তারা মিটার রেখে যায়। এভাবে তারা এ জেলার শতশত মিটার চুরি করেছে। এমন অভিযোগে তাকে পাঠানপাড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর