ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৪৭ জন শিক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিকে জিপিএ-৫ পেয়েছে। রবিবার প্রকাশিত ফলাফলে এতথ্য জানা গেছে।
উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদীতে অবস্থিত কাদিরদী কলেজ থেকে ৬২৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৬১১ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৯৭ দশমিক ৬০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৮ জন।
চতুল ইউনিয়নের হাসামদিয়ায় অবস্থিত শাহ জাফর টেকনিক্যাল কলেজ থেকে ১৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে একজন জিপিএ-৫ সহ ১৭৮ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৯৭ দশমিক ২৬ শতাংশ।
পৌরসভার কামারগ্রামে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ থেকে সর্বাধিক ২০ জন জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটি থেকে এবার ৪৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ৪৩৫ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৯৬ দশমিক ৮৮ শতাংশ।
উপজেলার ময়না ইউনিয়নের খরসূতিতে অবস্থিত সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে ২৩৩ জন অংশগ্রহণ করে ২০৪ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৮৭ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ জন।
পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি কলেজ থেকে ১০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬৯ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৬৫ দশমিক ০৯ শতাংশ। এই কলেজ থেকে মানবিক বিভাগের একজন জিপিএ-৫ পেয়েছে।
বিডি প্রতিদিন/এমআই