দিনাজপুর-পারবতীপুর আঞ্চলিক সড়কের চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত পথচারী শামসুদ্দিনের (৭০) হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত সন্ধা সাড়ে ৬টার দিকে চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হজরতপুর গ্রামের শিমুলতলীবাজারের পশ্চিমে যৌতুকের মোড় নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত শামসুদ্দিন হোসেন (৭০), চিরিরবন্দর উপজেলার হজরতপুর গ্রামের মন্ডলপাড়ার মৃত মফিজউদ্দিনের ছেলে।
জানা গেছে, চিরিরবন্দরের হজরতপুর গ্রামের মন্ডলপাড়ার শামসুদ্দিন হোসেন বেলতলীবাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে দিনাজপুর-পারবতীপুর আঞ্চলিক সড়কের যৌতুকের মোড় নামকস্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেনসকে সংবাদ দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত শামসুদ্দিনকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
চিরিরবন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেনসের স্টেশন অফিসার মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ব্যক্তিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএ