ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় প্রতিপক্ষের আঘাতে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। নিহত সুজন ঘরামী (৪০) উপজেলার তারাবুরিয়া গ্রামের মালেক ঘরামীর ছেলে। স্থানীয় কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
কাঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, প্রতিবেশী জাকির মৃধার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল সুজন ঘরামীর। সোমবার এ নিয়ে গ্রামের বাজারে সুজন ও জাকিরের পক্ষের লোকজনের মধ্যে মারামারি হয়। এতে সুজন মাথায় লাঠির আঘাত পান। গুরুতর আহত সুজনকে প্রথমে স্থানীয় আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হয়। সেখান থেকে রাতে ঢাকায় স্থানান্তর করা হয়। মঙ্গলবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি বলেন, মামামারির ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করছে। এখনো মামলা হয়নি। মামলা হলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কবিরুল