দেড়যুগ পর ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কৃষকলীগ নেতা কাজী আলমগীর হোসেন সভাপতি এবং সাবেক ছাত্রলীগ নেতা রিপন মণ্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সম্মেলনের প্রধান অধিবেশন অনুষ্ঠিত হয়। এর উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি। পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই এমপি।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন এ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল, সাবেক সাংসদ ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক নবী নেওয়াজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, মহেশপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সদর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী প্রমূখ।
সম্মেলনে মহিলা প্রার্থীসহ সভাপতি সম্পাদক পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সন্ধ্যার পর সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ কাজী আলমগীর হোসেনকে সভাপতি ও রিপন মণ্ডলকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করেন। এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন