গোপালগঞ্জে ১২ বছর বয়সী বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। নিহত হালিমা খাতুন (১২) কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ছোট দিঘলীয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর থেকে হালিমার ভাই সিফাতুল্লাহকে (১৮) পুলিশ আটক করেছে।
কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ছোট দিঘলীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সিফাতুল্লাহকে আটক করা হয়েছে জানিয়ে কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন