কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ট্রেনের ধাক্কায় তিন স্কুলছাত্রী নিহত হয়েছে। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থী।
বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ বিজয়পুর বাজারের পাশে এ ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী।
তিনি জানান, মহানগর ট্রেনের ধাক্কায় তিন শিক্ষার্থী মারা গেছেন। তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন