কুড়িগ্রামের রৌমারীতে আগুনে পুড়ে একটি মেশিনারিজ ও একটি মোটর মেকানিক্সের দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। বৃহস্পতিবার রাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা বাজারের মুসা মেশিনারিজ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশে রফিকুল মোটর মেকানিক্সের দোকানও পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে জানা যায়, শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় দোকান মালিক মুসা ও রফিকুল ইসলাম ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে ওই দুই দোকানদার বাড়িতে চলে যান। রাত ১০টার দিকে পথচারিরা দেখতে পান দোকানের ভেতর থেকে আগুনের ধোয়া বের হচ্ছে। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে নেভাতে না পেরে রৌমারী ফায়ার সার্ভিসকে খবর দিলে রৌমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে রৌমারী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা খোরশেদ আলম প্রধান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং দুটি দোকান পুড়ে যায়।
বিডি প্রতিদিন/হিমেল