বাগেরহাটের শরণখোলার সুন্দরবন সংলগ্ন লোকালয় মধ্য সোনাতলা গ্রাম থেকে দুটি হরিণের চামড়া উদ্ধার করেছে বন রক্ষীরা। শুক্রবার বিকেল ৩টার দিকে ওই গ্রামের সুমন মুন্সীর বসতঘরের মাচা থেকে চামড়া দুটি উদ্ধার করা হয়।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সুন্দরবন থেকে শিকার করে আনা হরিণের চামড়া রাখার গোপন সংবাদ পেয়ে ছোমেদ মুন্সীর ছেলে সুমন মুন্সীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বসতঘরের মাচার ওপরে হরিণের চামড়া দুটি ভাজ করা অবস্থায় পাওয়া যায়। চামড়া দুটি মাঝারি আকারের এবং শুকনা। অভিযুক্ত সুমনকে বাড়িতে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।
সুমন মুন্সীর মা রোকেয়া বেগম বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি করে বলেন, প্রতিবেশী সোহাগ মল্লিকের পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিন দ্বন্দ্ব চলছে। তারাই ষড়যন্ত্র করে গোপনে তাদের ঘরে চামড়া দুটি রেখে বন বিভাগকে দিয়ে তা উদ্ধার করে। এখন আমার ছেলেকে মামলায় আসামি করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল